প্রতীকী ছবি,
এনআরএস-এ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে স্তব্ধ রাজ্যের প্রায় সমস্ত হাসপাতালের ওপিডি। অভিযোগ, বুধবার চিত্তরঞ্জন সেবা সদনে চিকিৎসা পরিষেবা না পেয়ে মৃত্যু হলো এক মহিলার। মৃতের নাম শিখা গোমস্তা, বয়স ৪১ বছর।
ঘটনার সূত্রপাত সোমবার। অসুস্থ এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এনআরএস চত্বর। রোগীর পরিবার ও বিক্ষোভকারীদের ছোড়া ইটে জখম হন বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার। এরপরই, নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে কর্মবিরতিতে নামেন জুনিয়র ডাক্তাররা। পরিষেবা বন্ধ করে দেওয়া হয় এসএসকেএম, চিত্তরঞ্জন সেবা সদনের পাশাপাশি জেলার একাধিক হাসপাতালেও।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় জ্বর ও খিঁচুনি নিয়ে ঘুটিয়ারি শরিফ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন শিখা গোমস্তা নামে স্থানীয় এক মহিলা। পরে অবস্থার অবনতি হলে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতাল ও পরে রাতেই তাঁকে কলকাতার চিত্তরঞ্জন সেবাসদনে স্থানান্তরিত করা হয়। কিন্তু, পরিবারের অভিযোগ, চিকিৎসা তো দূরের কথা, হাসপাতালে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি রোগী ও তাঁর পরিবার পরিজনদের। বেশ কিছু সময় অপেক্ষা করে ফের ক্যানিং হাসপাতালে শিখাকে নিয়ে যান তাঁরা। বুধবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়।
Be the first to comment