হিটলারকেও হার মানিয়েছেন মুখ্যমন্ত্রী। উনি যেভাবে ২ ঘণ্টার মধ্যে হস্টেল খালি করার কথা বলছেন তা অনৈতিক। আহত ডাক্তারের প্রতি কোনও সহানুভূতি নেই। উল্টে হুঁশিয়ারি দিয়েছেন। এটা স্বৈরাচারী মনোভাবের প্রকাশ। স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী হিসেবে ব্যর্থ, স্বাস্থ্য মন্ত্রী হিসেবে ব্যর্থ তিনি। তাঁর পদত্যাগ করা উচিত। এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এভাবেই কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়।
অবশেষে ৬০ ঘণ্টা পর বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। জুনিয়র ডাক্তাররা প্রায় তিনদিন ধরে যেভাবে আন্দোলন চালালেন তার কড়া নিন্দা করেন মমতা। তাঁর হুঁশিয়ারি, কাজে যোগদান না করলে হোস্টেলে থাকা যাবে না। হাসপাতালে রোগী ছাড়া কেউ থাকবে না।
Be the first to comment