মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারিকে পাল্টা চ্যালেঞ্জ করে রাজভবনে যাচ্ছেন চিকিৎসক প্রতিনিধি দল ৷ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসদের প্রতিনিধি দল আজই রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করবেন বলে খবর ৷
জট কাটাতে রাজ্যপালের সঙ্গে আলোচনা করবেন চিকিৎসক দলের প্রতিনিধিরা ৷ প্রসঙ্গত, ৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ না-দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷ কাজ না-করলে হস্টেলেও থাকা যাবে না ৷ বৃহস্পতিবার এসএসকেএম-এ গিয়ে আন্দোলরত জুনিয়র ডাক্তারদের এমনই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ করে জুনিয়র ডাক্তাররা এবার গণইস্তফার হুমকি দিলেন।
মুখ্যমন্ত্রীর সময়সীমাকে চ্যালেঞ্জ করে জুনিয়র ডাক্তারদের বক্তব্য, সমাজের পাশে দাঁড়াতে চেয়েছিলাম ৷ মুখ্যমন্ত্রী কোনও সমাধান করতে পারেননি৷ রাজ্যপালের সঙ্গে দেখা করার সময় চেয়েছি।
Be the first to comment