কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হস্টেলে আগুন। সূত্রের খবর, বুধবার গভীর রাতে আগুন লেগে যায় লিন্টন স্ট্রিটে জুনিয়র ডাক্তারদের হস্টেলে। তবে কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। হস্টেলবাসীদের অভিযোগ, সাম্প্রতিক এনআরএস কাণ্ডের জেরে জুনিয়র ডাক্তারদের যে বিক্ষোভ চলছে রাজ্য জুড়ে, সেই কারণেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে হস্টেলে। তাঁদের দাবি, ছোড়া হয়েছে কেরোসিন বোমা।
যদিও কী কারণে আগুন লাগল, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি পুলিশ বা দমকল। হস্টেলবাসীরা জানিয়েছেন, বুধবার রাত দেড়টা নাগাদ হস্টেলে লক্ষ্য করে কেরোসিন বোমা ছুড়ে পালায় একদল দুষ্কৃতী। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় হস্টেলের একতলায় দু’টি ঘরে। যদিও এই ঘটনার সময়ে ঘর দু’টি খালি ছিল বলে জানা গিয়েছে।জুনিয়র ডাক্তারদের হস্টেলে এই আগুন লেগে যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। দমকল সূত্রের খবর, মিনিট দশেকের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে।
বেনিয়াপুকুর থানার পুলিশ জানিয়েছে, ন্যাশনাল মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের হস্টেলের কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। ইচ্ছাকৃত ভাবে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও তদন্ত করে দেখা হবে।
Be the first to comment