গুজরাত উপকূলে জারি হাই অ্যালার্ট, বাতিল ৭০টি ট্রেন

Spread the love

গুজরাত উপকূলের খবই কাছে পৌঁছে গিয়েছে ঘূর্ণিঝড় ‘বায়ু’। বৃহস্পতিবার বিকেলেই আছড়ে পড়তে পারে গুজরাত উপকূলে। আবহবিদদের অনুমান, ১৫৫-১৬৫ কিলোমিটার গতিবেগে গুজরাত উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। জানা গিয়েছে, গুজরাট উপকূলে আছড়ে পড়ার পরেও ২৪ ঘণ্টা পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের শক্তি একই রকম থাকবে।

হাই অ্যালার্ট জারি হয়েছে সমগ্র গুজরাত উপকূলে। বাতিল হয়েছে ৭০টি ট্রেন। আরও ২৮টি ট্রেনের যাত্রাপথে পরিবর্তন হতে পারে। এখনও পর্যন্ত কমপক্ষে ৩ লক্ষ লোককে গুজরাত উপকূল থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ১০ হাজার লোককে দিউ থেকেও নিয়ে যাওয়ায় হয়েছে অপেক্ষাকৃত উঁচু এবং নিরাপদ স্থানে। মঙ্গলবার সন্ধে ৬টা থেকেই শুরু হয়েছে রেল পরিষেবার এই বাতিল প্রক্রিয়া। আগামী ২ দিন ক্ষতিগ্রস্ত এলাকায় পরিষেবা ব্যাহত থাকবে বলে জানিয়েছে গুজরা্ত প্রশাসন।

১৫ জুন পর্যন্ত মৎস্যজীবীদের উপকূলে এবং সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে আগে থেকেই সতর্ক করা হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিপর্যয় মোকাবিলা দলকে। ইতিমধ্যেই যে যে এলাকায় ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে সেই সব এলাকায় পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল (NDRF)। উদ্ধার কাজ এবং ত্রান শিবিরের ব্যবস্থা যাতে ঠিক ভাবে সে জন্য এনডিআরএফ-এর ৫২টি দল এর মধ্যেই পৌঁছে গিয়েছে গুজরাতে। উদ্ধারকাজের জন্য তৈরি রয়েছে বিশেষ নৌকা। রয়েছে গাছ কাটার অত্যাধুনিক যন্ত্রপাতি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের তরফেও সমগ্র পরিস্থিতির উপর নজদারি চালানো হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*