রাজ্যজুড়ে স্বাস্থ্য ক্ষেত্রে অচলাবস্থা কাটাতে আবেদন জানালেন রাজ্যপাল ৷ বৃহস্পতিবার রাজভবনে সর্বদল বৈঠক শেষে বেরিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বলেন, কী করলে ভালো হয়? জুনিয়র ডাক্তাররাই বলতে পারবেন ৷ অবিলম্বে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে আবেদন করলেন তিনি ৷
কেশরীনাথ ত্রিপাঠী আরও জানান, সরকারের কাছে ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের দাবি পাঠানো হয়েছে। রোগী-স্বার্থেই ফের কাজে ফিরুক চিকিৎসকেরা।
উল্লেখ্য, এনআরএস কাণ্ডের প্রতিবাদে ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা ৷ অচলাবস্থা কাটাতে এদিন হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে কাজে ফেরার হুঁশিয়ারি দেন ৷ সঙ্গে বলেন নির্দেশ অমান্য করলে জারি করা হবে এসমা ৷ ছাড়তে হবে হস্টেল ৷ মিলবে না কোনও সরকারি সুযোগ সুবিধা ৷ এরপরই ক্ষোভে ফেটে পড়েন চিকিৎসকেরা ৷ গণইস্তফার হুঁশিয়ারির সঙ্গে সঙ্গে রাজ্যপালের সঙ্গেও দেখা করেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসদের প্রতিনিধি দল ৷
Be the first to comment