নবান্নে চিকিৎসকদের প্রতিনিধি দল

Spread the love

নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে শুক্রবার চতুর্থ দিনে পড়লো চিকিৎসকদের আন্দোলন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, স্বাস্থ্য দফতরের চিঠি-কার্যকরি হয়নি কোনও কিছুই। আজ অচলাবস্থা কাটানোর সমাধান খুঁজতে নবান্নে যাচ্ছে চিকিৎসকদের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ডাঃ সুকুমার মুখোপাধ্যায়।

এছাড়াও এই প্রতিনিধি দলে রয়েছেন ডাঃ মাখন লাল সাহা, ডাঃ অভিজিৎ চৌধুরী, ডাঃ অলকেন্দু ঘোষ , এছাড়াও থাকবেন নির্মল মাঝি। আজই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, গতকাল মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি থেকে শুরু করে স্বাস্থ্য দফতরের চিঠি, কাজে আসেনি কোনও কিছুই। আজ হাসপাতালগুলিতে এমার্জেন্সী বিভাগ চালু থাকলেও রোগীদের ভোগান্তি অব্যাহত রয়েছে। আগামি ১৭ জুন দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে IMA।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*