এনআরএস–এ জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করতে সামিল হল দেশ

Spread the love

এনআরএস–এ জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করতে সামিল হল দেশের প্রায় সব রাজ্যের মেডিক্যাল কলেজগুলি। আর এই পরিস্থিতিতে ১৭ জুন সোমবার সারা দেশের হাসপাতালগুলিতে ধর্মঘটের ডাক দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। চিকিত্‍সকদের সর্বোচ্চ সংগঠনের তরফে জানানো হয়েছে, জরুরি ও রুটিন পরিষেবা চালু থাকবে। তবে আউটডোর এবং অন্যান্য পরিষেবা বন্ধ থাকবে। ফলে সোমবার সারা দেশেই চিকিত্‍সা পরিষেবায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে বলে খবর। অন্য দিকে শুক্রবারের কর্মবিরতিতে কার্যত সামিল হয়েছে গোটা দেশ। উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্র, কেরল, পঞ্জাব, বিহার, অসম–সহ সব রাজ্যের মেডিক্যাল কলেজের চিকিত্‍সকরা নিরাপত্তার দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন। কোথাও কাজ বন্ধ রেখে আন্দোলন হয়েছে। কোথাও বা রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করেছেন চিকিত্‍সকরা। ফলে এই সব হাসপাতালে আউটডোর এবং জরুরি পরিষেবা কার্যত বন্ধ। সব মিলিয়ে এনআরএস আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ছে সারা দেশেই। এর আগে বৃহস্পতিবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিক্যাল সায়েন্সেস–এর চিকিত্‍সকরা হেলমেট পরে এবং মাথায় ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ করেছিলেন। তবে শুক্রবার হাসপাতালের সমস্ত পরিষেবা বন্ধ ছিল। এর ফলে বন্ধ ছিল আউটডোর, জরুরি পরিষেবা থেকে শুরু করে সমস্ত বিভাগ। হাসপাতালের গেটের বাইরে প্রচুর মানুষ ভিড় জমালেও কেউ পরিষেবা পাননি। এনআরএস কাণ্ডের প্রতিবাদে যন্তরমন্তরে একটি মিছিলও বের করা হয়। মিছিলেও চিকিত্‍সকদের মাথায় ছিল প্রতীকী ব্যান্ডেজ। দিল্লির পাশাপাশি আন্দোলন ছড়িয়েছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তেলঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশেও।‌

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*