শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়ার সার্কাস ময়দানে প্রশাসনিক সভায় উত্তর ২৪ পরগনা জেলার সার্বিক উন্নয়নকল্পে একগুচ্ছ সরকারী প্রকল্পের শুভ শিলান্যাস, উদ্বোধন ও উপভোক্তাদের পরিষেবা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি চাকরি নিয়ে বললেন, চাকরির জন্য চিন্তা করবেন না। সুযোগ আছে চোখের সামনে। চাকরি তৈরী আমাদের কাজ। মানুষ যাতে বেকার না হয় এটা আমরা করবো।
এরপর তিনি আধার লিঙ্ক নিয়ে বললেন, আমরা টাকা দিয়ে রাজনীতি করতে পারি না। আমাদের এতো টাকা নেই। আধার কার্ডের সাথে ব্যাঙ্ক মোবাইলের লিঙ্ক কেন? লিঙ্ক করানো খুবই বিপজ্জনক। কেন্দ্র এই ভাবে সবাইকে কন্ট্রোল করতে চায়। আমাকে ভয় দেখানো যাবে না। এজেন্সী দিয়ে কুৎসা করে।
সকলকে সাবধান করে দিয়ে তিনি জানান, কিছু বন্ধু সেজে মানুষ আসছে উগ্রপন্থীর বেশ ধরে। এদের একদম বিশ্বাস করবে না। এরা আপনার গ্রাম কে জ্বালিয়ে দিয়ে চলে যাবে। এমন হলে পুলিশকে জানান। আপনারা প্রতিরোধ করুন। এরা সমাজের বন্ধু না শত্রু। কেউ কেউ হাজার কোটি টাকা এনে এই সব প্ল্যান করছে। দাঙ্গা করবেন না। এরা সমাজের শত্রু। দাঙ্গার আগুন থেকে কেউ বাঁচতে পারবে না সে হিন্দু হোক বা মুসলিম।
রিপোর্টার- রফিক জমাদার
Be the first to comment