চন্দ্রবাবুর দলের ৪ সাংসদ যোগ দিলেন বিজেপিতে

Spread the love

লোকসভা নির্বাচনে ভরাডুবির পর আবার বড় ধাক্কা। তেলুগু দেশম পার্টির(TDP) রাজ্যসভার ৬ সাংসদের মধ্যে ৪ জন যোগ দিলেন বিজেপিতে। বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুকে একটি চিঠি দেন তাঁরা। রাজ্যসভায় টিডিপিকে বিজেপির সঙ্গে মিলিয়ে দেওয়ার দাবি জানান। বিজেপিতে যোগ দেওয়ার আগে TDP সাংসদ টি জি ভেঙ্কটেশ বলেন, হ্যাঁ, আমি তেলুগু দেশম পার্টি ছেড়ে দিয়েছি। আমি বিজেপিতে যোগ দেব। আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং ভারতীয় জনতা যুব মোর্চার প্রাক্তন সদস্য ছিলাম।

অন্যদিকে দলের প্রধান চন্দ্রবাবু নাইডু বলেন, এই ধরনের সংকট নতুন নয়। এর জন্য তাঁর কর্মীদের চিন্তা করার প্রয়োজন নেই। বিজেপির তেলুগু দেশম পার্টিকে দুর্বল করে দেওয়ার এই প্রচেষ্টার নিন্দা করেছেন তিনি। এর ফলে সংসদের উচ্চকক্ষে বিজেপির ক্ষমতা কিছুটা হলেও বাড়লো। রাজ্যসভায় NDA (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স)-এর আসন সংখ্যা ২৪৫-এর মধ্যে মাত্র ১০২ ।

সংবিধানের ১০ নম্বর তফসিলের ৪ নম্বর অনুচ্ছেদে সেই সমস্ত পরিস্থিতির তালিকা রয়েছে যে পরিস্থিতিতে আইনপ্রণয়নকারীরা এক দল ছেড়ে অন্যদলে যোগ দিলে তাঁদের সাংসদপদ বাতিল করা হবে না । সেখানে বলা হয়েছে , যদি কোনও রাজনৈতিক দলের কমপক্ষে দুই-তৃতীয়াংশ সদস্য অন্যদলে যোগ দিতে চান, তাহলে তাঁদের সাংসদ বা বিধায়কপদ বাতিল করা যাবে না। জানা গিয়েছে, লোকসভায় ২৫ আসনের মধ্যে ২২টিতেই হেরেছে তেলুগু দেশম পার্টি।

অন্যদিকে রাজ্যে ১৭৫টি বিধানসভা আসনের মধ্যে ১৫১টি আসন জগনমোহন রেড্ডির দখলে গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*