বারাকপুর কমিশনারেটে স্মারকলিপি জমা দিলেন অর্জুন সিং

Spread the love

ভাটপাড়াকাণ্ডের প্রতিবাদ। বারাকপুর কমিশনারেট ঘেরাও করলো বিজেপি।  সাংসদ অর্জুন সিং নেতৃত্বে চলছে ঘেরাও অভিযান। স্মারকলিপিও জমা দেওয়া হয় এদিন। শুক্রবার বেলা ১১টা থেকে থানা ঘেরাও কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল কিন্তু মাঝে ঘণ্টা খানেকের জন্য ভারী বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় কর্মসূচি শুরু করতে দেরি হয়ে যায়। এরপর দুপুরে নিহতের দেহ নিয়ে হবে মিছিল। কলকাতাতেও হবে এদিন প্রতিবাদ মিছিল।

এদিকে, বারাকপুরের পুলিস কমিশনারকে সরিয়ে দেয় রাজ্য। আজই কাজে যোগ দিচ্ছেন বারাকপুরের নতুন পুলিস কমিশনার মনোজ শর্মা। এদিন অর্জুন সিং বলেন, বারবার পুলিস কমিশনার বদল করা হলেও এভাবে শান্তি ফিরবে না। সমস্যার সমাধান হবে না। সিপি এলেও মুখ্যমন্ত্রী তাঁর কাজে হস্তক্ষেপ করবেন। বারাকপুরে সিপি-র চেয়ারটা মিউজিক্যাল চেয়ার হয়ে গিয়েছে।

উল্লেখ্য, ভাটপাড়া ও সংলগ্ন এলাকায় জারি রয়েছে ১৪৪ জারি। রাতভর এলাকায় চলেছে পুলিসি তল্লাশি। এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিস। ভাটপাড়ায় যাচ্ছে বিজেপির ৩ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল। এরই মধ্যে কাঁকিনাড়ায় শুক্রবার সকালে বোমাবাজি হয়। অভিযোগ, দুই যুবক বাইকে এসে কাঁকিনাড়া বাজারে বোমা ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে পুলিস।

স্থানীয়দের অভিযোগ, পক্ষপাতদুষ্ট আচরণ করছে পুলিস। ঘোষপাড়া মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। এই মুহূর্তে থমথমে ভাটপাড়া। থমথমে রাস্তাঘাট, শুনশান এলাকা। ভাটপাড়াকাণ্ডে হবে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত। 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*