ধাওয়ানের সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী

Spread the love

আঙুলের চোটে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছে শিখর ধাওয়ানের ৷ বুধবারই বিসিসিআই-এর তরফে বিশ্বকাপ থেকে ধাওয়ানের ছিটকে যাওয়ার বিষয়টি সরকারীভাবে জানিয়ে দেওয়া হয় ৷ বৃহস্পতিবার ধাওয়ানের সু্স্থতা কামনায় টুইটারে ভারতীয় ওপেনারকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷

ধাওয়ানের পরিবর্ত হিসেবে বুধবারই ঋষভ পন্তের নাম আইসিসি-র কাছে পাঠিয়েছে বিসিসিআই ৷ ভারতীয় বোর্ডের এই আবেদন মঞ্জুর করেছে বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা অর্থাৎ শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে নির্বাচনের জন্য বিবেচিত হতে পারেন দিল্লির এই উইকেটকিপার ব্যাটসম্যান ৷

বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে টুইটারে আবেগঘন বার্তাও পোস্ট করেন ধাওয়ান। লেখেন, এটা ঘোষণা করতে নিজেকে আবেগতাড়িত মনে হচ্ছে যে, আমি আর বিশ্বকাপ অভিযানের শরিক থাকব না৷ আমি ভীষণভাবে বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চেয়েছিলাম৷ কিন্তু এখন আমাকে ফিরে যেতে হবে এবং সুস্থ হয়ে পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুত হতে হবে৷ ছেলেরা বিশ্বকাপে দারুণ খেলছে ৷ আমি নিশ্চিত ওরা আরও ভালো খেলবে এবং বিশ্বকাপ জিতবে৷ আমার সতীর্থ, ক্রিকেট অনুরাগী ও গোটা দেশের কাছ থেকে যে সমর্থন পেয়েছি তার জন্য আমি কৃতার্থ৷ জয় হিন্দ৷’

ধাওয়ানকে রি-টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘ডিয়ার ধাওয়ান৷ কোনও সন্দেহ নেই বাইশ গজ তোমাকে মিস করবে৷ কিন্তু আমি আশা করব, যত শীঘ্র সম্ভব তুমি সুস্থ হয়ে মাঠে ফিরবে এবং পারর্ফম করে দেশকে জেতাবে৷’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*