লোকসভা ভোটে হাতছাড়া উত্তর ২৪ পরগণা জেলার দু’টি আসন৷ ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনেও জয় পেয়েছে বিজেপি ৷ আর সেকারনেই উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রীর উপর আর ভরসা রাখতে পারলেন না তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মহকুমা ভেদে সংগঠনের দায়িত্ব ভাগ করে দেওয়া হলো জেলার চার বিধায়ক ও একজন পঞ্চায়েত সমিতির সভাপতিকে ৷
তৃণমূল নেত্রী তাঁর প্রিয় বালু ওরফে জ্যোতিপ্রিয় মল্লিককে রেখেছেন জেলা সভাপদি পদে ৷ তবে রদবদল করেছেন সংগঠনে ৷ যেমন, দমদমের দায়িত্ব দেওয়া হয়েছে বরানগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাপস রায়কে। বারাককপুরের দায়িত্বে পানিহাটির বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ।
বারাসত লোকসভা কেন্দ্র এবার থেকে দেখভাল করবেন মধ্যগ্রামের বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান রথীন ঘোষ। বসিরহাটের পর্যবেক্ষক করা হয়েছে বিধাননগরের বিধায়ক সুজিত বসুকে। বনগাঁর দায়িত্বে গোবিন্দ দাস। তিনি বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি ৷ পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে তৃণমূলের সাংগঠনিকস্তরে জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক একা কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না ৷ তাঁকে দলের তরফে পাঁচ মহকুমার দায়িত্বে থাকা পাঁচ জনের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে ৷ যা প্রয়োগ হবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সিলমোহর পেলে ৷
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা ভোটে বিপর্যয়ের পর সংগঠনকে ঢেলে সাজাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্যপাধ্যায়। ঘুরে দাঁড়াতে মরিয়া জোডা়ফুল শিবির ৷ বিধানসভা ভোটের কথা মাথায় রেখে তাই সংগঠনের ভার কারোর একার হাতে না রেখে দায়িত্ব ভাগ করে দিচ্ছেন তিনি ৷ এতে দলের প্রতি নেতৃত্বের দায়বদ্ধতা বাড়বে বলে মনে করছেন মমতা।
Be the first to comment