ভাটপাড়ায় স্বাভাবিক হলো ইন্টারনেট পরিষেবা, যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল

Spread the love

ভিডিও সৌজন্যে- (এএনআই)

সংঘর্ষ, গুলি, বোমাবাজির জেরে ভাটপাড়ায় বৃহস্পতিবার রাত থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল৷ অবশেষে শনিবার সকাল থেকে স্বাভাবিক হল ইন্টারনেট পরিষেবা ৷ গুজব-প্ররোচনা রুখতেই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন ৷ তবে ভাটপাড়ার বিস্তীর্ণ এলাকা এখনও থমথমে ৷ এলাকায় চাপা উত্তেজনা রয়েছে ৷

শনিবার কাঁকিনাড়া বাজার খোলার চেষ্টা করে পুলিশ ৷ বাজার খুলতে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পুলিশ ৷ অন্যদিকে ভাটপাড়ায় যাচ্ছেন বিজেপির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ৷ ওই দলে এসএস আলুওয়ালিয়া সহ ৩ সাংসদ থাকবেন বলে খবর ৷

উল্লেখ্য, শুক্রবার ভাটপাড়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয় ৷ শুক্রবার নিহতদের দেহ নিয়ে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের নেতৃত্বে শোকমিছিলে বাধা ঘিরে শুরু হয় উত্তেজনা ৷ পুলিশ শোকমিছিলে বাধা দিলে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ পুলিশি বাধা অমান্য করে শুরু হয় শোকমিছিল বলে জানা গিয়েছে ৷ এর জেরে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষুব্ধ বাসিন্দারা ৷ শুরু হয় ইটবৃষ্টি ৷ কাঁকিনাড়া বাজারে পুলিশের সঙ্গে বচসা বাধা, শুরু হয় হাতাহাতি ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাফ, কমব্যাট ফোর্স নামানো হয় এলাকায় ৷ কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ ৷

দেখুন ভিডিও-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*