অর্থনীতিতে বিকাশের উচ্চ হার ফিরিয়ে আনা যাবে কীভাবে? নতুন চাকরিই বা কীভাবে সৃষ্টি হবে? মূলত এই দু’টি বিষয় নিয়ে শনিবার অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৫ জুলাই লোকসভায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে এদিন বসছে উচ্চপর্যায়ের মিটিং।
উল্লেখ্য, গত ৩১ মে মোদী প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই সরকার ঘোষণা করে, পরপর তিনটি ত্রৈমাসিকে অর্থনীতির বিকাশের হার কমছে। এখন তা দাঁড়িয়েছে মাত্র ৫.৮ শতাংশে। গত ১৭ টি ত্রৈমাসিকে বিকাশের হার এখন সবচেয়ে নীচে। ২০১৮ সালের শেষ ত্রৈমাসিকে বিকাশের হার ছিল ৬.৬ শতাংশ। একসময় ভারত বিশ্বে সবচেয়ে দ্রুত বিকাশশীল অর্থনীতি ছিল। এখন আর তা নেই। সেই স্থান নিয়েছে চিন। এখন চিনের অর্থনীতির বিকাশের হার ৬.৪ শতাংশ। দু’বছরের মধ্যে এই প্রথম বিকাশের হারে চিনের অর্থনীতি পিছনে ফেলল ভারতকে।
পাশাপাশি উদ্বেগের খবর শুনিয়েছে পরিসংখ্যান মন্ত্রক। ২০১৭-১৮-র আর্থিক বছরে বেকারত্বের হার ছিল ৪৫ বছরের মধ্যে সর্বাধিক, ৬.১ শতাংশ। আর এই পরিস্থিতিতে অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠকে বসছেন মোদী। তার আগে নীতি আয়োগ থেকে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ অর্থনীতিবিদদের আলাদা গোষ্ঠীতে ভাগ করা হয়েছিল। তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছিল এক একটি নির্দিষ্ট ক্ষেত্রে বিকাশের পথে মূল বাধাগুলি চিহ্নিত করতে হবে। সেই সঙ্গে বাধাগুলি অতিক্রম করার জন্য কী পদক্ষেপ করা যায়, সে ব্যাপারেও পরামর্শ দিতে হবে। এদিন অর্থনীতিবিদরা প্রথমে মোদীর সামনে তাঁদের নির্দিষ্ট বক্তব্য পেশ করবেন। তার ভিত্তিতে হবে আলোচনা।
Be the first to comment