দেশের অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে দেশের শীর্ষ অর্থনীতিকদের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদী। ব্যাঙ্কিং ও বিমা ক্ষেত্র সহ FDI এর গুরুত্বই উঠে এসেছে এই বৈঠকে। উল্লেখ্য, ৫ জুলাই কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার আগে এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও অর্থনীতিবিদরা। মূলত, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জলসম্পদ-মূলত এই বিষয়গুলির উপরই বাড়তি গুরুত্ব দেওয়ার কথাই উঠে এসেছে এই বৈঠকে। টুইট করে এই বৈঠকের সাফল্যের কথা জানিয়েছেন মোদী।
কর্মসংস্থান বৃদ্ধি, রফতানি বৃদ্ধি ও পরিকাঠামোগত সংস্কারের উপর জোর দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেছেন বিশেষজ্ঞরা।
Be the first to comment