মাসানুর রহমান,
রবিবার ভোর রাত থেকে গুলির লড়াই চলছে উপত্যকায়। ইতিমধ্যে দুই জঙ্গিকে খতম করার খবর দিয়েছে কাশ্মীর পুলিশ। গুলির লড়াই যেখানে হচ্ছে সেটি শোপিয়ান জেলার দারামদোরা কিগাম এলাকা বলে জানা গিয়েছে। গোপন সূত্রে জঙ্গীরা লুকিয়ে আছে এই খবর পেয়ে কিগাম এলাকা ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় তল্লাশি অভিযান। তল্লাশি চলাকালীন জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এদিক থেকে পাল্টা গুলি চালায় পুলিশও। এদিকে পরে আরও ২ জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
জানা যায়, শনিবার সকাল থেকেই বনিয়ারের বুজথালান এলাকা উত্তপ্ত হয়ে ওঠে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে। এ দিন ওই এলাকায় জঙ্গি নিধন অভিযানে নেমেছিল জম্মু-কাশ্মীর লাইট ইনফ্যানট্রি, সিআরপিএফ ও রাজ্য পুলিশের স্পেশাল টিম। নিরাপত্তাবাহিনী চারটি দেহই উদ্ধার করেছে। তবে এখনও পর্যন্ত জঙ্গিদের পরিচয় জানা যায়নি। এনকাউন্টারের স্থান থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র ।
Be the first to comment