ভোট পরবর্তী সংঘর্ষ যেন থামছেই না বাংলায়। উত্তর থেকে দক্ষিণ- সর্বত্র চলছে হিংসা। রবিবার সকালে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হল উত্তর দিনাজপুরের চোপড়া। বিজেপির অভিযোগ, তাদের তিন কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আহত দুই বিজেপি কর্মী মহম্মদ ইব্রাহিম ও মহম্মদ হাকিমুদ্দিনকে রক্তাক্ত অবস্থায় ভর্তি করা হয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালে।
চোপড়া থানার মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের হাঁসখালি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী হামিদুল রহমানের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে। যদিও, তৃণমূল নেতা হামিদুল এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, জমির ভাগ নিয়ে পারিবারিক বিবাদ ঘিরে গণ্ডগোল হয়েছে। এর মধ্যে কোনও রাজনীতি নেই।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় চোপড়া থানার পুলিশ। আর যাতে অশান্তি না ছড়ায় সে কারণে গ্রামে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী। উল্লেখ্য, ভোটের দিন চরম উত্তেজনা ছড়িয়েছিল চোপড়ায়। শাসক দলের বিরুদ্ধে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে হাইওয়ে অবরোধ করে দিয়েছিলেন গ্রামবাসীরা। তারপর দফায় দফায় চলে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় র্যাফ। চলে টিয়ার গ্যাস, লাঠি।
Be the first to comment