৯৯ শতাংশ তৃণমূলকর্মী সৎঃ পার্থ চট্টোপাধ্যায়

Spread the love

কাটমানি বিক্ষোভ যখন ক্রমশ সংক্রমিত হচ্ছে তখনই রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফে বিবৃতি দিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রবিবার এক বিবৃতিতে পার্থবাবু লিখেছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সনের বক্তব্য নিয়ে সংবাদমাধ্যমের একাংশ ভুল ব্যাখ্যা করছে। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় জোরের সঙ্গে বলেছেন তৃণমূলের ৯৯.৯৯ শতাংশ কর্মী, জনপ্রতিনিধি সততা ও পরিশ্রমের সঙ্গে মানুষের জন্য কাজ করেন। একাংশের কর্মী যাঁরা দুর্নীতির সঙ্গে জড়িত, হয় তাঁরা অন্য দল থেকে এসেছেন নয় তাঁদের পিছনে বিজেপি-র মদত রয়েছে।

ওই বিবৃতিতে পার্থবাবু আরও লিখেছেন, কিছু মিডিয়া চেয়ারপার্সনের বক্তব্যকে মিসকোট করছে। তবে তৃণমূলের এ হেন বিবৃতি নিয়ে রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অন রেকর্ড কাটমানির কথা বলেছিলেন। আর এখন মিডিয়ার ঘাড়ে দোষ চাপালে হবে! আসলে দিদিমণি বুঝতে পারছেন এবার ওঁর বাড়ি আর ভাইপোর বাড়ির সামনে ভোর চারটে থেকে মানুষের লাইন পড়বে কাটমানি ফেরত নেওয়ার জন্য। তাই আতঙ্কে এ সব বিবৃতি দিচ্ছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*