রবিবার অখিলেশ যাদবের পরিবারকে তুলোধনা করার পর সোমবার বহুজন সমাজ পার্টি সুপ্রিমো ঘোষণা করলেন, আগামী সব নির্বাচনে একাই লড়বে দল। সমাজবাদী পার্টির সঙ্গে আর কোনও জোট নেই৷ মায়াবতী ট্যুইট করে জানিয়ে দিলেন, লোকসভা ভোটের পর সমাজবাদী পার্টির ব্যবহার আমাকে জোট ভাঙার বিষয়ে ভাবতে বাধ্য করলো ৷ আমরা দেখলাম, বিএসপি-র সঙ্গে জোট করে বিজেপি-কে হারানো সম্ভব নয় ৷ অতএব পার্টির স্বার্থে ও আন্দোলনের স্বার্থে, বিএসপি এ বার সব ছোট-বড় নির্বাচন একাই লড়বে ৷
উল্লেখ্য, রবিবার বিএসপি-র জাতীয় কনভেনশনে মায়াবতী অভিযোগ করেন, মুলায়ম সিং যাদব বিজেপি-র দস্তানা পরে তাঁকে তাজ করিডর মামলায় ফাঁসানোর চেষ্টা করছে ৷ অখিলেশ যাদবও পিছিয়ে পড়া সম্প্রদায়ের বিরুদ্ধে কাজ করছেন বলে অখিলেশের বিরুদ্ধেও তোপ দাগেন মায়াবতী ৷
Be the first to comment