সোমবার সকালে ভাটপাড়ার ৬ নম্বর সাইডিং এলাকা থেকে ৬০টি তাজা বোমা উদ্ধার করলো পুলিশ। এর জেরে এলাকায় নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বৃহস্পতিবার ফাঁড়িকে থানা হিসেবে উদ্বোধন করার সময় শুরু হয়েছিল অশান্তি। গুলিবৃষ্টি-বোমাবাজির জেরে প্রাণ হারান দু’জন। জখম হন বেশ কয়েকজন। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নবান্ন। তড়িঘড়ি এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা । নামানো হয় র্যাফ, বিশাল পুলিশবাহিনী। দ্রুততার সঙ্গে বদলি করা হয় ব্যারাকপুরের তৎকালীন পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরিকে। নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয় মনোজ বর্মাকে।
রবিরার কিছুটা স্বাভাবিক হয় জনজীবন। সাময়িকভাবে কিছু দোকানপাট খুলতে দেখা গেছিল। স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছিল ভাটপাড়া। টুকটাক কেনাকাটিও শুরু হচ্ছিল। পরে পুলিশ-জনতার মধ্যে বচসা হলেও বড় কোনও অশান্তির ঘটনা ঘটেনি। প্রশাসনের আশ্বাসের পর গতকাল দোকানে খোলে। মোটের উপর গতকাল শান্তিপূর্ণ ছিল ভাটপাড়া। আজ সকালেও বেশ কয়েকটি স্কুল খুলেছিল।
কিন্তু, একটু বেলা গড়াতেই ফের আতঙ্ক গ্রাস করে ভাটপাড়াবাসীদের । সকালে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মার নেতৃত্বে ভাটপাড়ায় তল্লাশি চলছিল । সেইসময়ই 6 নম্বর সাইডিং থেকে বোমাগুলি উদ্ধার হয় ।
Be the first to comment