রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হলো এফআইআর

Spread the love

রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন মুম্বইয়ের এক আইনজীবী। জানা গিয়েছে, তাঁর নাম অটল বিহারী দুবে। আন্তর্জাতিক যোগ দিবসে আর্মি ডগ স্কয়্যাডের একটি ছবি টুইট করেন রাহুল। ছবিতে কুকুরদের ব্যায়াম করতে দেখা গেছিল। ক্যাপশনে লেখা ছিল নিউ ইন্ডিয়া। এই টুইটের মাধ্যমে দেশের সেনাকে অপমান করা হয়েছে, সরব হয়েছিলেন অমিত শাহ সহ বিজেপির একাধিক নেতা। এবার রাহুলের এই টুইটের প্রেক্ষিতেই অভিযোগ দায়ের করেন অটল বিহারি। আজাদ ময়দান পুলিশ স্টেশনে এই অভিযোগ দায়ের করেছেন তিনি।

এই বিষয়ে অটল বিহারী দুবে বলেন, আমি টুইটার অ্যাকাউন্ট খোলার পর দেখতে পাই রাহুল গান্ধী ২১ তারিখ দু’টি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন নিউ ইন্ডিয়া। আর্মি ডগ স্কয়্যাডের ছবি পোস্ট করা হয়েছিল। ছবিতে দেখা যাচ্ছিল জওয়ানদের সঙ্গে কুকুররাও ব্যায়াম করছে। আন্তর্জাতিক যোগা দিবস সবার অনুভূতির সঙ্গে জড়িত। সবচেয়ে বেশি করে জড়িত সেই সব মানুষের সঙ্গে, যারা তাঁদের স্বাস্থ্য ও শারীরিক সুস্থতা নিয়ে সচেতন থাকেন।

তিনি আরও বলেন, রাহুল গান্ধী একজন জনপ্রতিনিধি। এই ধরনের টুইটের মাধ্যমে তিনি ভারতের সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করেছেন। দেশের মানুষের কাছে সেনাবাহিনীর সম্মান রয়েছে। আমার মনে হয় এই পোস্টের মাধ্যমে রাহুল গান্ধী মানুষের শান্তির উপর আঘাত হেনেছেন। রাহুল গান্ধী অপরাধ করেছেন এটা পরিষ্কার। আইনানুসারে ওর বিরুদ্ধে মামলা দায়ের করাই উচিত।


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*