সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করার সময় কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর ভাষা চয়নে তৈরি হল বিতর্ক ৷ সোমবার রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবে লোকসভায় বলতে উঠে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের সাংসদ বলেন, কোথায় মা গঙ্গা, আর কোথায় গন্ধা নালি ৷ তবে অধীরের এই মন্তব্যে বিতর্ক তৈরি হওয়ায় সংসদের বাইরে অধীর বলেন, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ আমি প্রধানমন্ত্রীকে নালি বলতে চাইনি ৷ আমার কথায় প্রধানমন্ত্রী আঘাত পেয়ে থাকলে, আমি দুঃখিত।
উল্লেখ্য, এদিন বিজেপির মন্ত্রী তথা ওড়িশার সাংসদ প্রতাপ সিং সারেঙ্গি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর প্রশংসা করতে করতে এক সময় তাঁকে স্বামী বিবেকানন্দর সঙ্গে তুলনা করেন ৷ এরপরই অধীর রীতিমতো রেগে গিয়ে নিজের ভাষণে প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন, সারেঙ্গিজি আপনি অনেক জ্ঞানী আমি মানি। তা বলে নরেন্দ্র মোদীকে নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক না ৷ আমিও নরেন্দ্র মোদীকে সম্মান করি, দেশের প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু আপনারা তো পুজো করতে শুরু করেছেন ৷ কোথায় মা গঙ্গা আর কোথায় গন্ধা নালি।
এরপরই এনডিএ সাংসদরা চিত্কার করতে শুরু করেন, অধীর চৌধুরীর বিরুদ্ধে অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগ আনেন তারা ৷ যাবতীয় বিতর্কে অধীর চৌধুরী পরে সংবাদমাধ্যমকে বলেন, আমি নালি বলিনি ৷ প্রধানমন্ত্রী আহত হলে, আমি দুঃখিত ৷ ওঁকে আঘাত করার কোনও ইচ্ছে আমার ছিল না ৷ যদি আমার কথায় প্রধানমন্ত্রী দুঃখ পান, তাহলে আমি ব্যক্তিগত ভাবে তাঁর কাছে ক্ষমা চাইছি ৷ আমার হিন্দি খুব একটা ভালো নয় ৷ নালি বলতে আমি চ্যানেল বোঝাতে চেয়েছি ৷
Be the first to comment