জরুরি অবস্থাতেও মাথা নত করেনি দেশঃ নরেন্দ্র মোদী

Indian Prime Minister Narendra Modi listens at the India Korea Business Symposium in Seoul, South Korea, Thursday, Feb. 21, 2019. Modi arrived Thursday for a two-day state visit and will meet with South Korean President Moon Jae-in. (AP Photo/Lee Jin-man)
Spread the love

১৯৭৫ সালে আজকের দিনে জারি করা হয় জরুরি অবস্থা। আজ তার ৪৪ তম বর্ষপূর্তিতে জরুরি অবস্থার সমালোচনা করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লেখেন, যারা এই জরুরি অবস্থার বিরোধিতা করেছিলেন তাদের স্যালুট। স্বৈরাচারী মানসিকতা থেকে ভারত বেরিয়ে আসতে পেরেছে।

পাশাপাশি একটি ভিডিয়ো পোস্ট করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, জরুরি অবস্থায় অত্যাচার হয়েছিল। যা গণতন্ত্রের জন্য হুমকি ছিল কিন্তু জরুরি অবস্থাতে দেশ মাথা নত করেনি। ওই দিন দেশকে জেলখানা বানিয়ে দেওয়া হয়েছিল। বাদ যায়নি লোকসভাও। বিরোধীদের গলা টিপে দেওয়া হয়েছিল। জয়প্রকাশ নারায়ণকে গ্রেপ্তার করা হয়েছিল। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*