পশ্চিম মেদিনীপুর জেলার সঙ্গে বৈঠকে বসলেন মমতা

Spread the love

হুগলি ও নদিয়া জেলার পর এবার পশ্চিম মেদিনীপুর জেলার সঙ্গে শুক্রবার বৈঠকে বসলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ইতিমধ্যেই তৃণমূল ভবনে সেই বৈঠক শুরু হয়ে গিয়েছে ৷ উল্লেখ্য, লোকসভা ভোটে বড়সড় ধাক্কা খাওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় ৷পুরসভা ও বিধানসভা নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে নিয়ম করে প্রত্যেক সপ্তাহের শুক্রবার জেলাওয়াড়ি বৈঠক করছেন তিনি ৷

আজ, তৃণমূল ভবনে পশ্চিম মেদিনীপুরের গ্রামপঞ্চায়েতের প্রধান, শাসকদলের অঞ্চল সভাপতি, ব্লক ওপুরসভার সভাপতি, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি, পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, বিধায়ক ও সাংসদদেরও এই বৈঠকে ডাকা হয়েছে। জেলার প্রায় কয়েকশো ছোট-বড় নেতা এই বৈঠকে হাজির রয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছেন মানস ভূঁঞ্যা, ঘাটালের সাংসদ দেব ও কেশপুরের বিধায়ক শিউলি সাহা। এদিনের বৈঠকে মেদিনীপুর জেলার সাংগঠনিক স্তরে বেশ কিছু রদবদলও করতে পারেন বলে জানা যাচ্ছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*