কলকাতা, ৩০ নভেম্বর – ২১শে নভেম্বর কলকাতা ষ্টেশনে সামসেদদের সাথেই ছিল ওমর ফারুক ৷ পুলিশ যখন সামসেদ ও মনোতষদের কলকাতা ষ্টেশন থেকে গ্রেপ্তার করে সেইসময় ওমর টিফিন করতে বাইরে গিয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷ এই ঘটনা জানতে পারার পরেই কলকাতা ছাড়ে সে ৷ কলকাতা থেকে সোজা চলে যায় শিলিগুড়ি ৷ সেখানেই সে ছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷
অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে আনসার বাংলা টিমের সংগঠন তৈরির নির্দেশ ছিল সামসেদ ও ফারুকের উপর ৷ পশ্চিমবঙ্গের পাশাপাশি আসামেও তাদের সংগঠন তৈরি করার ব্যাপারে নির্দেশ আসে ৷ আসামের মুসলিম অধ্যুষিত জায়গায় সমর্থক তৈরি করে সেখানে সংগঠন বিস্তারের কাজ করতে বলা হয়েছিল তাদের ৷ ফারুক বেশ কিছুদিন শিলিগুড়িতে ছিল ৷ সে আসামে গিয়ে সংগঠন তৈরি করেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷ আসামের কাদের সাথে তাদের যোগাযোগ ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে ৷
ফারুককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে এর আগেও সে দুবার পুলিশের হাত থেকে পালিয়ে যায় ৷ দুবারই বাংলাদেশ পুলিশের হাত থেকে পালায় সে ৷ প্রথমবার মীরপুর কলেজের প্রিন্সিপ্যলকে হত্যা করতে যাওয়ার সময় ৷ আর দ্বিতীয়বার তার শালীর বিয়েতে যাওয়ার সময় পুলিশের হাত থেকে পালিয়ে যায় সে ৷ পাঁচ ধৄতকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ তাদের আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদের পাশাপাশি একসাথেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷
Be the first to comment