মাসানুর রহমান,
বর্ষার জলে মুম্বই ভাসলেও মহারাষ্ট্রের বাকি প্রান্ত যেন ঝলসে গেছে রোদের তেজে। রোদে পোড়া ভূমি যেন মৃত্যু উপত্যকা। বৃষ্টির ঘাটতির আশঙ্কায় দেশের প্রায় অর্ধেক এলাকায় খরার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টির অপেক্ষায় চাতকের মতো বসে আছে মহারাষ্ট্র, কর্নাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্য।
দেশজুড়ে তীব্র জলসঙ্কট। ট্যাঙ্কারে করে জল পাঠানো হচ্ছে মহারাষ্ট্রের বিদর্ভ, মরাঠাওয়াড়ায়। এদিকে ওয়ার্ধা বাঁধ প্রায় জলশূন্য। তবে সরকারি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, মাত্র ১২ শতাংশ জল অবশিষ্ট রয়েছে এই বাঁধে। অমরাবতীর এই ওয়ার্ধা বাঁধ এলাকাতেই বছর কয়েক আগে জলের নীচে চাপা পড়ে গিয়েছিল একটি প্রাচীন মন্দির। বাঁধের জল নেমে যাওয়ায় ফের সেই মন্দিরের চূড়া ভেসে উঠছে জলের উপরে।
মহারাষ্ট্রের সবচেয়ে বেশি খরা কবলিত এলাকা গুলির মধ্যে রয়েছে বিদর্ভ ও মারাঠাওয়াড়া। বছর বছর খরার প্রকোপ দেখা দেয় বিদর্ভে। বহু কৃষক আত্মহত্যার ঘটনা ঘটে এখানে। চলতি বছরে মারাঠাওয়াড়ার অবস্থা খুবই করুণ। তৃষ্ণার্ত গ্রামবাসীদের জলের চাহিদা মেটাতে পাঠানো হয়েছে তিন হাজার ট্যাঙ্কার জল।
Be the first to comment