“মন কি বাত”-এর প্রথম অনুষ্ঠানে জল সংরক্ষণে বিশেষ জোর দেওয়ার কথা বললেন নরেন্দ্র মোদী

Spread the love

দ্বিতীবার প্রধানমন্ত্রী হওয়ার পর “মন কি বাত”-এর প্রথম অনুষ্ঠানে নরেন্দ্র মোদী দেশে জল সংরক্ষণে বিশেষ জোর দেওয়ার কথা বললেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশে জলসংকট রুখতে জলশক্তি মন্ত্রকের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বেশকিছু পদক্ষেপ গ্রহণ করতে চলেছে।

আজ “মন কি বাত” অনুষ্ঠানে মোদী জল সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়াতে সমাজের বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিত্বদের এগিয়ে আসার আহ্বান জানান। যে সব NGO জল সংরক্ষণ নিয়ে কাজ করছে, তাদের কাজকর্ম অন্যদের সঙ্গে শেয়ার করার জন্যও প্রধানমন্ত্রী আবেদন জানান। তিনি জানান, জল সংরক্ষণের জন্য কেন্দ্রীয় সরকার জলশক্তি মন্ত্রক গঠন করেছে। এই মন্ত্রকের মাধ্যমে দেশে জল সংকট দূর করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়িত করা হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জল সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য এই সংক্রান্ত কোনও তথ্য অনলাইনে শেয়ার করলে তা যেন #Jalashakti হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করা হয়। সম্প্রতি জলসংকট নিয়ে নীতি আয়োগের রিপোর্টে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আজ “মন কি বাত” অনুষ্ঠানে মোদীর গলায় সেই উদ্বেগই শোনা গেল। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, আমাদের দেশে প্রতি বছর যে পরিমাণ বৃষ্টিপাত হয় তার মাত্র 8 শতাংশ সংরক্ষণ করা হয়। তাই জল সংরক্ষণের জন্য রেন ওয়াটার হার্ভেস্টিং-এ আমাদের সবাইকে বিশেষ জোর দিতে হবে। এই বিষয়ে উদ্যোগ নিতে সমস্ত পঞ্চায়েত প্রধানদের চিঠি দেওয়া হয়েছে। সকলের মিলিত প্রচেষ্টায় জলসংকট মোকাবিলা করতে হবে।

শুনুন!


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*