শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির মমতা ঘনিষ্ঠ রতন মুখোপাধ্যায়, চললো ঘণ্টাখানেক বৈঠক

Spread the love

তৃণমূল কংগ্রেসের সঙ্গে তবে কী দূরত্ব কমছে শোভন চট্টোপাধ্যায়ের? জানা গিয়েছে, কলকাতার প্রাক্তন মেয়রের বাড়িতে রবিবার সকালে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ রতন মুখোপাধ্যায়। কালীঘাটে মমতার বাড়ি লাগোয়া অফিসের সর্বময় কর্তা যিনি, সেই রতনবাবুই এ দিন শোভনের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেছেন বলে তৃণমূল সূত্রের খবর।

উল্লেখ্য, রবিবার বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ রতন মুখোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, শনিবার রাতে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক ব্যবসায়ী ফোন করেন শোভনকে। ওই ব্যবসায়ী শোভনকে সক্রিয় ভাবে দলে ফেরার অনুরোধ করেন। কিন্তু শোভন তাঁকে কোনও আশ্বাস দেননি। তবে রবিবার রতন মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে শোভন চট্টোপাধ্যায়ের মন যে কিছুটা নরম হয়েছে তার ইঙ্গিত মিলেছে বলে তৃণমূলের একটি অংশের দাবি। শোভনের গোলপার্কের ফ্ল্যাটে এ দিন রতন মুখোপাধ্যায় প্রায় ১ ঘণ্টা ছিলেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস থেকে ডান ছাঁটার কয়েক মাস পর থেকেই শোভনের বিজেপিতে যাওয়ার জল্পনা তৈরি হয়েছিল। লোকসভা ভোটের ফল প্রকাশিত হওয়ার পর থেকে সে জল্পনা আরও বেড়েছে। সম্প্রতি রাজনৈতিক শিবিরে এমন শোনা গিয়েছে যে, শোভন বিজেপিতে যোগ দিয়ে আগামী বছর কলকাতা পুরভোটের দায়িত্ব নিতে পারেন। আজই নয়াদিল্লিতে বঙ্গ বিজেপির নেতৃত্বকে নিয়ে অমিত শাহের যে বৈঠক হয়, সেই বৈঠকে শোভনকে নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।

তবে এদিনের বৈঠকের বিষয়ে তৃণমূলের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানানো হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*