পথ দুর্ঘটনাগ্রস্তদের চিকিৎসার জন্য বিশেষ অ্যাপের কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

রাস্তায় দুর্ঘটনাগ্রস্তদের চিকিত্‍‌সার জন্য বিশেষ অ্যাপ আনার পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর জন্য রাস্তার ধারে দোকানের যুবকদের বেছে বেছে প্রশিক্ষণ দেওয়া হবে ৷ দোকানের যুবকদের ওই অ্যাপ সম্পর্কে প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনাপ্রবণ এলাকা বাছা হবে ব্ল্যাক-স্পট হিসেবে ৷ সেই সব এলাকায় রাস্তার ধারের দোকানের যুবকদের অ্যাপ সম্বন্ধে প্রশিক্ষণ দেওয়া হবে ৷ দুর্ঘটনা ঘটলে এই অ্যাপ-এর মাধ্যমেই প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি বা ব্যক্তিদের দ্রুত চিকিত্‍‌সার ব্যবস্থা করবেন ৷

জানা গিয়েছে, এই অ্যাপ-এর মাধ্যমে সরাসরি যোগাযোগ করা যাবে হাসপাতালের সঙ্গে ৷ যোগাযোগ করা যাবে পুলিশের সঙ্গেও ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*