মহারাষ্ট্রে আবারও দুর্ঘটনা; বৃষ্টিতে বাঁধ ভেঙে ভেসে গেলো গ্রাম, মৃত ৮

Spread the love

প্রবল বৃষ্টিতে বাঁধ ভেঙে মহারাষ্ট্রে মৃত ৮ ৷ আহত কমপক্ষে ২০। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় ভেঙে যায় বাঁধ ৷ নদীর জল গ্রামে ঢুকে গিয়ে অন্তত ১২টি বাড়ি ভেসে গিয়েছে বলে খবর ৷ মুম্বই থেকে ২৭৫ কিলোমিটার দূর থেকেই কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ গত ১২ ঘণ্টায় শুধু মুম্বইতেই ৩০০ থেকে ৪০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে ৷ যা গত এক দশকে রেকর্ড ৷ থানে, পালঘর, রায়গড়, নাসিক, রত্নগিরি, সিন্ধুদুর্গ ও মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চল জুড়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ৷

উল্লেখ্য, সোমবারই বৃষ্টির তোড়ে মালাডে পাঁচিল ভেঙে ২০ জনের মৃত্যু হয়েছে ৷ থানের কল্যাণেও পাঁচিল ভেঙে মৃত্যু হয়েছে ৩ জনের ৷ এদিকে বর্ষায় ব্যাপক ক্ষতির ফলে প্রশ্নের মুখে মহারাষ্ট্রের দুর্বল নিকাশি ব্যবস্থা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*