বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় অবসর ঘোষণা করলেন অম্বাতি রায়ডু

Spread the love

বিশ্বকাপের উপর ফোকাস রাখতে প্রথম শ্রেণির ক্রিকেট ও টেস্ট থেকে অবসর নিয়েছিলেন আগেই। তবে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান অম্বাতি রায়ডু। ৫৫টি একদিনের ম্যাচে ৪৭.০৫ ব্যাটিং গড় তাঁর। ভারতের বিশ্বকাপ দলে জায়গা না পেলেও অতিরিক্ত খেলোয়াড় হিসেবে অম্বাতি রাইডু ও ঋষভ পন্থের নাম ঘোষণা করেছিল BCCI-এর নির্বাচক কমিটি। অম্বাতি রাইডুর বদলে দলে এসেছিলেন বিজয় শঙ্কর। যদি কেউ চোট পেয়ে ছিটকে যান, সেই স্থান পূরণ করবেন যথাক্রমে ঋষভ এবং রায়ডু, এটাই জানানো হয়েছিলো। তবে শিখর ধাওয়ানের চোটের কারণে ঋষভ দলে এলেও বিজয়ের বদলে দলে আসেন মায়াঙ্ক আগারওয়াল। এর পরেই বুধবার নিজের অবসরের কথা ঘোষণা করেন হায়দ্রাবাদের এই ব্যাটসম্যান।

এদিকে মঙ্গলবারই আইসল্যান্ডের পক্ষ থেকে রায়ডুকে তাদের নাগরিকত্ব প্রদান করা নিয়ে একটি টুইট করা হয়। টুইটে অম্বাতিকে আইসল্যান্ডের হয়ে খেলার প্রস্তাবও দেওয়া হয়। তবে সেই প্রস্তাব পাওয়ার পরদিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রায়ডু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*