পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার বিষয়ে কেন্দ্রীয় অনুমোদন মেলেনি। বুধবার রাজ্যসভায় এই তথ্য সামনে আসতেই নাম বদল নিয়ে কেন্দ্রকে ফের চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবারই মমতার চিঠি পৌঁছে যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার প্রস্তাব জানিয়েই অমিত শাহর মন্ত্রকে ফের চিঠি লিখছেন মমতা।
সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বাংলা ও বাঙালির আবেগের কথা মাথায় রেখে জরুরি ভিত্তিতে ‘বাংলা’ নামে অনুমোদন দেওয়া হোক। অন্যদিকে, রাজ্যের নাম বদলের ক্ষেত্রে এদিন যে সংবিধান সংশোধনের কথা বলেছে কেন্দ্র, সেই প্রসঙ্গও চিঠিতে উল্লেখ করেছেন মমতা। তিনি লিখেছেন, এটা টেকনিক্যাল ব্যাপার, কেন্দ্রকেই করতে হবে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব এখনও গৃহীত হয়নি। বুধবার এমনটাই জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ‘বাংলা’ নাম অনুমোদন করার প্রস্তাব গৃহীত হয়েছে কি না, এদিন তা জানতে চান দলহীন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন প্রশ্নোত্তর পর্বে রাজ্যসভায় এই প্রশ্ন তোলেন সিপিএম থেকে বহিষ্কৃত এই সাংসদ। ঋতব্রতের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, এখনও নাম বদলের প্রস্তাব অনুমোদিত হয়নি। এরপর লিখিত উত্তরে তিনি আরও জানান, কোনও রাজ্যের নাম বদলের জন্য সংবিধান সংশোধনী প্রয়োজন এবং সব পক্ষের সঙ্গে আলোচনাও করতে হয়।
Be the first to comment