বিশ্বজুড়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লগ ইন সমস্যা, চরম ভোগান্তি গ্রাহকদের

Spread the love

মৈনাক সাউ,

বুধবার রাত ৮.৩০ থেকে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপে লগ ইন করতে সমস্যায় পড়ছেন গ্রাহকরা। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে এই সমস্যা দেখা দিয়েছে। শেয়ার-ডাউনলোডের ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। ভারতের পাশাপাশি ইউরোপ, অ্যামেরিকা, অ্যাফ্রিকার বিভিন্ন দেশের বহু গ্রাহক এই সমস্যায় পড়েছেন। সমস্যার কথা স্বীকার করে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে বলে ফেসবুক সূত্রে খবর।

এই সমস্যার জন্য বিশ্বজুড়ে গ্রাহকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপের তরফে সমস্যার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। ছবি, ভিডিয়ো ডাউনলোড এবং পাঠানোর ক্ষেত্রে সমস্যার কথা মেনে নিয়েছেন তারাও।

এই নিয়ে দ্বিতীয়বার কার্যত স্তব্ধ হয়ে গেল ইনস্টাগ্রাম। চলতি বছরের জুনেও ঠিক এরকমই ঘটনা ঘটেছিল ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সঙ্গে।কিছু ব্যবহারকারী অভিযোগ জানিয়েছিলেন যে তাঁরা ইন্সটাগ্রাম একসেস করতে পারছেন না।প্রায় ঘণ্টা খানেকেরও বেশি সময় পর সেটি স্বাভাবিক হয়।

সেই রেশ কাটতে না কাটতেই বুধবারের এই অ্যাপ বিপর্যয় চিন্তার ভাঁজ ফেলেছে নেটিজেনদের কপালে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*