আমি আমার ধর্ম জানিঃ নুসরত জাহান

Spread the love

ছবি- (এএনআই)

সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র, হাতে মেহেন্দি পরে হিন্দু রীতি মানায় মৌলবীর ফতোয়ার মুখে পড়তে হয়েছে বসিরহাটের তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহানকে ৷ মুসলিম ধর্মের রীতি না মানার অভিযোগ তুলে নুসরতের বেশভূষা নিয়ে আপত্তি জানান দেওবন্দের এক মৌলবী ৷ বৃহস্পতিবার রথযাত্রার সূচনা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাবতীয় সমালোচনার জবাব দিলেন নুসরত জাহান ৷

বৃহস্পতিবার ইসকনের রথযাত্রার সূচনা করেন নুসরত। আর সেখানে তিনি বলেন, সমালোচকদের কেয়ার করি না ৷ আমার বিশ্বাস আমার কাছে ৷ ইসকনের রথের সূচনায় নুসরত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঈদে যোগ দেন এবং সকলকে সঙ্গে নিয়ে কাজ করেন। এর মধ্যে কোনও রাজনীতি নেই ৷ পুরোটাই বিশ্বাসের ৷ রাজনীতি ও ধর্ম পৃথক রাখা যাক। পাশাপাশি এদিন তাঁর বিরুদ্ধে ফতোয়া নিয়ে বসিরহাটের সাংসদ বলেন, ভিত্তিহীন বিষয় নিয়ে চিন্তাভাবনা করার কিছু নেই ৷ আমি আমার ধর্ম জানি ৷ আমি জন্মসূত্রে মুসলিম এবং এখনও মুসলিম ৷ এটা পুরোটাই বিশ্বাস ৷ হৃদয় দিয়ে অনুভব করতে হয়, মাথা দিয়ে নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*