মানহানি মামলায় জামিন পেলেন রাহুল গান্ধী

Spread the love

১৫ হাজার টাকার সিকিউরিটি বন্ডে জামিন পেলেন রাহুল গান্ধী। জানা গিয়েছে, তাঁর হয়ে বন্ডটি দিয়েছেন প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা একনাথ গায়েকওয়াড়। সংঘ সেবক ধ্রুতিমান জোশীর দায়ের করা একটি মানহানি মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার মুম্বইয়ের মাজগাঁও আদালতে হাজিরা দিতে আসেন রাহুল। পাশাপাশি আদালতকক্ষে রাহুল গান্ধী নিজেকে নির্দোষ বলেও এদিন দাবি করেন।

এদিন আদালত থেকে বেরিয়ে রাহুল গান্ধী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এটা মতাদর্শের লড়াই। আমি গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আছি। কৃষক ও শ্রমজীবীদের সঙ্গে আছি। আক্রমণ হচ্ছে, ভালো লাগছে। আমার লড়াই জারি থাকবে।

উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বরে খুন হন সাংবাদিক ও সমাজকর্মী গৌরী লঙ্কেশ । সেই হত্যাকাণ্ডের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ জড়িত আছে বলে দাবি করেছিলেন রাহুল গান্ধী । তাঁর দাবি ছিল, সংঘের মতাদর্শের বিরুদ্ধে কেউ কিছু বললেই প্রাণ হারাতে হচ্ছে। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন ধ্রুতিমান জোশী ।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই এই মামলায় রাহুলকে সমন পাঠিয়েছিল আদালত । কিন্তু লোকসভা নির্বাচনের কারণে তিনি কিছুদিন সময় চেয়েছিলেন । রাহুলের সেই আবেদন মঞ্জুর করেছিল আদালত । এরপর আজ জামিন পান রাহুল ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*