কলকাতার নতুন শেরিফ হলেন বিশিষ্ট লেখক শংকর ওরফে মণিশংকর মুখোপাধ্যায়। জানা গেছে কলকাতা হাইকোর্টের মনোনয়ন অনুযায়ী আগামী সোমবার আনুষ্ঠানিক ভাবে এই পদের দায়িত্ব নিতে চলেছেন শংকরবাবু। এর আগে কলকাতার শেরিফ ছিলেন চিকিৎসক সঞ্জয় মুখোপাধ্যায়।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টার নোয়েল ফ্রেডরিক বারওয়েলের অধীনেও কাজ করেছেন শংকরবাবু। চৌরঙ্গী’, ‘জনঅরণ্য’, ‘অচেনা অজানা বিবেকানন্দ’, ‘সীমাবদ্ধ’ ‘কত অজানারে’ সহ অসংখ্য জনপ্রিয় বইয়ের লেখক তিনি। জীবনের শুরুতে কখনও শিক্ষকতা, কখনও হাইকোর্টের বিভিন্ন কাজ করলেও লেখালেখির প্রতিই অনুরক্ত ছিলেন শংকরবাবু। তারপরই এমন এক গুরুত্বপূর্ণ পদে আসতে চলেছেন তিনি।
Be the first to comment