২০১৯ বাজেটের পর নিত্য প্রয়োজনীয় কোন জিনিসের কত দাম বাড়ল বা কমলো দেখে নিন একনজরে-
দাম বাড়লো-
দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের।
দাম বেড়েছে সোনার।
দাম বেড়েছে রুপোর।
আমদানি করা বইয়ের দাম বাড়লো।
এই বাজেটে দাম বেড়েছে সিগারের।
দাম বেড়েছে আমদানি করা প্লাটিনামের।
দাম বেড়েছে আমদানি করা স্প্লিট এসির।
দাম বাড়লো তামাকের।
দাম বেড়েছে সিগারেটের।
দাম বেড়েছে টাইলসের।
এই বাজেটে দাম বেড়েছে কাজুর
দাম বেড়েছে ডিজিটাল ক্যামেরার।
এই বাজেটে দাম বেড়েছে অপটিক্যাল ফাইবারের।
এই বাজেটে দাম বেড়েছে সিসিটিভি ক্যামেরার।
দাম কমলো-
দাম কমলো প্রতিরক্ষা ক্ষেত্রে আমদানি করা দ্রব্যের।
গৃহঋণে সুদের ছাড়ে বড়সড় ঘোষণা, ৩.৫ লক্ষ টাকা পর্যন্ত করে ছাড়।
এই বাজেটে দাম কমেছে আমদানি করা পশমের
এই বাজেটে দাম কমেছে সেট টপ বক্সের।
Be the first to comment