ট্যাংরায় এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। দফায় দফায় সংঘর্ষে আহত দু’পক্ষেরই বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে নিশাল পুলিশ বাহিনী। ঘটনার সূত্রপাত শুক্রবার। তৃণমূল ও বিজেপি উভয় দলই একে অপরের বিরুদ্ধে গন্ডগোল বাঁধানোর অভিযোগ আনে। মথুরবাবু লেনে একটি বহুতল তৈরিকে কেন্দ্র করে বেআইনি কর্মকাণ্ড হচ্ছে, এমনটাই অভিযোগ তোলে বিরোধীরা। বিরোধীদের দাবি, এই বেআইনি কর্মকাণ্ডের প্রতিবাদ করে পৌরসভাতে অভিযোগও জানিয়েছে তারা। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি।
স্থানীয় তৃণমূল নেতা জীবন সাহার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনে বিজেপি কর্মী-সমর্থকরা। এই ঘটনার প্রতিবাদে সরব হন ট্যাংড়া এলাকার বেশ কিছু বিজেপি কর্মী। যদিও জীবনবাবুর বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল কর্মীরা। পাল্টা অভিযোগ তুলে তৃণমূলের দাবি বিজেপি নেতা জয়দেব দাস এলাকায় বহিরাগতদের ঢুকিয়ে সন্ত্রাস চালাচ্ছে।
সংঘর্ষের জেরে থমথমে গোটা এলাকা। পুরো এলাকায় টহল দিচ্ছে পুলিশ।
Be the first to comment