কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল, সৃষ্টি হলো নয়া ইতিহাস

Spread the love

২০০৭-এর পরে ফের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল। পেরুকে ৩-১ গোলে হারিয়ে জয়ের শিরোপা জিতলো ব্রাজিল। প্রথমার্ধে ১৫ মিনিটের মাথায় অসামান্য গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন এভারটন। তারপর পেনাল্টি পায় পেরু, গুয়েরেরো গোল করতে ভুল করেননি। এরপর টুর্নামেন্টের প্রথম গোল হজম করতে হয় আলিসনকে। আর তার কিছুক্ষণ পরেই প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ক্লিনিক্যাল ফিনিশ করে ২-১ করেন গ্যাব্রিয়েল জেসুস। এরপর আবার ৯০ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল, ব্যাস তারপরই ইতিহাস।

সালটা ২০১৪, ৯ জুলাই একরাশ কান্না নিয়ে শেষ হয়েছিল দিনটি। বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে সাত গোল হজম করেছিল। ঠিক পাঁচ বছর পর ফিরে এলো সেই দিন। আনন্দে আত্মহারা ব্রাজিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*