বিধাননগরের মেয়রের কাজ শুরু করলেন তাপস চট্টোপাধ্যায়

Spread the love

সব্যসাচী দত্তকে নিয়ে ডামাডোলের মধ্যেই বিধাননগরের মেয়রের কাজকর্ম শুরু করে দিলেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় ৷ এদিন তাপসবাবু বলেন, আইনি বাধ্যবাধকতা রয়েছে ৷ তবে তা মাথায় রেখেই কাজ করছি ৷ জানা গিয়েছে, সোমবার মেয়র সব্যসাচী দত্তও যেতে পারেন পুরভবনে ৷ তবে এবিষয়ে সব্যসাচীর বক্তব্য, মেয়র পদ থেকে সরানোর বিষয়ে জানি না। মেয়র পদ থেকে সরার বিষয়ে সব্যসাচীর প্রতিক্রিয়া, ‘দল যোগাযোগ করলে কথা বলব৷ রবিবারের বৈঠক নিয়ে কথা হয়নি ৷ দল এখনও আমাকে কিছু বলেনি ৷ মেয়র পদ থেকে সরানোর বিষয়ে কিছু জানি না ৷

প্রসঙ্গত, রবিবার বিধাননগরের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম ৷ বৈঠকে ডাক পাননি সব্যসাচী দত্ত ৷ ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত বিধাননগরের মেয়রের কাজ সামলাবেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় ৷ বেশ কয়েক দিন ধরেই সব্যসাচীর বিরুদ্ধে নানা দলবিরোধী কাজের অভিযোগ উঠছে ৷ এরই মধ্যে গত শুক্রবার বিদ্যুৎ ভবনে তৃণমূল কর্মী সংগঠনের বৈঠকে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে নিয়ে কটাক্ষ করেন সব্যসাচী ৷ এরপরই নড়েচড়ে বসে তৃণমূল নেতৃত্ব ৷ পাশাপাশি গতকালই নিজের বাসভবনে বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে বৈঠকে বসেন সব্যসাচী। আর সেই বৈঠককে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*