দু নৌকায় পা দিয়ে চলা যায়না, সব্যসাচী বেইমান-মীরজাফর; প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের

Spread the love

জল্পনা বেড়েই চলেছে বিধাননগরের মেয়র তথা রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে নিয়ে। রবিবার রাতে সল্টলেক সুইমিং ক্লাবে মুকুল রায় চলে গিয়েছিলেন সব্যসাচীর সঙ্গে দেখা করতে। সেই নিয়েই রাজনৈতিক চাপানউতোর চলছে। আজ আবারও প্রশান্ত কিশোরকে নিয়ে খোঁচা দিলেন তিনি। এদিন সব্যসাচী বলেন, উনি কি কখনও পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন?

আর তারপরেই তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দলকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে বা দলের ক্ষতি করে দল তার সর্বোচ্চ ব্যবস্থা নেবে। সে যেমন নেতাই হোকনা কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই নিয়ে সাংবাদিক এক প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম বলেন, “সব্যসাচী যা বলছে তা দলের পক্ষে ক্ষতিকারক, ওর যেতে হলে চলে যাক। ও তৃণমূল ছেড়ে দিক। দলে থেকে দলের ক্ষতি করলে তাকে ছেড়ে দেওয়া হবেনা। তিনি আরোও জানান আমি দলের শৃঙ্খলারক্ষা কমিটিকে সব বিষয়টা জানিয়েছি এবং উপযুক্ত ব্যবস্থা নেবার আর্জি জানিয়েছি। দলের গদ্দার মীরজাফর এরা এদের অবিলম্বে দল থেকে বার করে দেওয়া দরকার।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন পার্থ চট্টোপাধ্যায়?

শুনুন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*