সেমিফাইনালে থেমে গেলো ভারতের বিশ্বকাপ দৌড়

Spread the love

কাজে এল না রবীন্দ্র জাদেজার লড়াকু ইনিংস। সেমিফাইনালে থেমে গেল ভারতের বিশ্বকাপ দৌড়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮ রানে হারল ভারত। ম্যাচের সেরা হয়েছেন ম্যাট হেনরি । গতকালের ২১১ রান থেকে শুরু করে আজ ২৩৯ রানে শেষ হয় নিউজ়িল্যান্ডের ইনিংস । ফাইনালে যেতে ভারতের দরকার ছিল ২৪০ রান । এই অবস্থায় ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত । মাত্র এক রানে আউট হন রোহিত শর্মা । ম্যাট হেনরির বলে তাঁর ব্যাট ছুঁয়ে টম ল্যাথামের গ্লাভসে জমা পড়ে । এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি । কিন্তু, ট্রেন্ট বোল্টের বলে LBW হন তিনি। এরপর অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হন কেএল রাহুল । সেমিফাইনালে শুরুতেই উইকেট হারিয়ে দল চাপে, এই পরিস্থিতিতে তাঁর শট বাছাই নিয়ে যথেষ্ট প্রশ্ন ওঠার অবকাশ রয়েছে । তখন ভারতের স্কোর ছিল ৩ ওভার ১ বলে ৫/৩। ক্রিজে তখন ছিলেন ঋষভ পন্থ ও দীনেশ কার্তিক। এরপ‍র দুরন্ত ক্যাচে কার্তিককে প্যাভিলিয়নে পাঠান নিশম। তখন ভারতের স্কোর ২৪/৪ । ক্রিজে আসেন হার্দিক পান্ডিয়া । দুই তরুণ তুর্কি ধরে খেলতে থাকেন । যখন দুই ব্যাটসম্যানকে ক্রিজ়ে জমাট দেখাচ্ছিল, তখনই স্যান্টনারকে মারতে গিয়ে আউট হন পন্থ । তাঁর মধ্যে যে এখনও পরিণতিবোধের অভাব রয়েছে তা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন খোদ পন্থ । একই ভঙ্গিতে আউট হন পান্ডিয়া । তখন ভারতের স্কোর ৯২। পরে ভারতের ভারতের ইনিংসের হাল ধরেন জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি । ধোনি স্ট্রাইক রোটেট করতে সমস্যা পড়লেও পালটা আক্রমণের পথে বেছে নেন জাদেজা । স্যান্টনার, নিশম সবাইকে মাঠের বাইরে ফেলেন । তাঁর ব্যাটিংয়েই ম্যাচ জেতার দৌড়ে ছিল ভারত । ধোনি স্লো খেললেও জাদেজাকে সঙ্গে দিচ্ছিলেন । ইতিমধ্যে হাফ সেঞ্চুরি পূরণ করেন জাদেজা । একটা সময় জেতার জন্য ৩০ বলে ভারতের দরকার ছিল ৫২ রান । বোল্টের স্লোয়ারে ধোঁকা খেয়ে আউট হয়ে যান জাদেজা । মাত্র ৫৯ বলে ৭৭ রান করেন । এরপর ম্যাচ শেষ করার দায়িত্ব ছিল ‘ফিনিশার’ ধোনির উপর । তখন ২ ওভারে ৩১ রান দরকার । ৪৯ তম ওভারের প্রথম বলেই ছয় মারেন ধোনি । আশায় বুক বাঁধছিলেন ভারতীয় সমর্থকরা । কিন্তু, ৪৮.৩ ওভারে এক রানকে দু’রানে কনভার্ট করতে গিয়ে রান আউট হন ধোনি ।

পুরো টুর্নামেন্টে ব্যাটে ব্যর্থ হলেও আসল সময় ডিরেক্ট থ্রো’তে ধোনিকে আউট করে ভারতকে সেমিফাইনাল থেকে ছিটকে দেন মার্টিন গাপ্টিল । ধোনির আউট হওয়ার পর বাকিটুকু ছিল নিয়মরক্ষার । শেষপর্যন্ত ১৮ রান হারে ভারত। নিউজিল্যান্ডের হয়ে ১০ ওভারে ৩৭ রান দিয়ে তিন উইকেট নেন হেনরি । বোল্ট ও নিশমও তিনটি করে উইকেট পান । লকি ফার্গুসন দুটি উইকেট পেয়েছেন । কলিন ডি গ্র্য়ান্ডহোম ও মিচেল স্যান্টনার দুটি করে উইকেট পেয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*