বিশ্বকাপের ময়নাতদন্তে বোর্ড, দেশে ফিরলেই জবাবদিহি করতে হবে শাস্ত্রী-কোহলিকে

Spread the love

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পরেই উঠছে একাধিক প্রশ্ন ৷ এমনকি এটা জানা যাচ্ছে সুপ্রিম কোর্ট নিযুক্ত CoA বা কমিটি অফ অ্যাডমিনিসট্রেটর বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর সঙ্গে বসতে চলেছেন দলের হারের কারণ ব্যাখ্যা চেয়ে ৷ জানা গিয়েছে, বিনোদ রাই, ডায়না এডুলজি  এবং লেফটানেন্ট রবি থোগডে ভারতীয় দলের পারফরম্যান্সের চুলচেরা বিচার করবেন ৷ সিওএ-র প্রধান বিনোদ রাই জানিয়েছেন, আমরা নিশ্চয় একটা পর্যালোচনা মিটিং করব যখন অধিনায়ক বিরাট ও কোচ রবি শাস্ত্রী দেশে ফিরে আসবেন ৷ নিজেদের বিরতির নেওয়ার পর একটা দিনে এই বৈঠক হবে ৷ আমি কোনও তারিখ নির্দিষ্ট করে দেব না ৷ কিন্তু কথা বলব ৷ এরপর আমরা নির্বাচন কমিটির সঙ্গেও কথা বলব ৷

কেন একটা দলে চারজন উইকেটরক্ষক খেললেন , কেন চার নম্বরের নির্দিষ্ট ক্রিকেটার অম্বাতি রায়ডু থাকা সত্বেও তাঁকে পনেরো জনের দলে রাখা হল না ৷ ধোনির ব্যাটিং অর্ডার সেমিফাইনালে কেন সাত নম্বরে এল? এই সব ধরণের প্রশ্নের মুখোমুখি হতে হবে তাঁকে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*