অবমাননা মামলায় ১৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন রাহুল গান্ধী

Spread the love

আহমেদাবাদ মেট্রোপলিটন আদালতে শুক্রবার জামিন পেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে ফৌজদারি ও মানহানির মামলা করেছিলেন আহমেদাবাদ কোঅপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান অজয় প্যাটেল। উল্লেখ্য, গতবছরই, রাহুল গান্ধী ও কংগ্রেসের জাতীয় মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছিল। গান্ধী ও সুরজেওয়ালা-উভয়েরই দাবি ছিল আহমেদাবাদ কোঅপারেটিভ ব্যাঙ্ক প্রায় ৭৪৫.৫৯ কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত। ২০১৬ সালে নোটবন্দির ৫ দিনের মধ্যেই বৈধ নোটের মাধ্যমে এই দুর্নীতি করেছিল ব্যাঙ্ক, এমনই দাবি ছিল রাহুল ও সুরজেওয়ালার।

প্রসঙ্গত, এই ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টরসদের মধ্যে অন্যতম সদস্য হলেন অমিত শাহ।অভিযোগকারীদের মতে রাহুলের অভিযোগ আদ্যপান্ত মিথ্যে ও ব্যাঙ্কের জন্য অবমাননাদায়ক। কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের ২০২ ধারায় রাহুল ও সুরজেওয়ালার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। যদিও এই মামলা প্রসঙ্গে বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেছিলেন রাহুল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*