টসে জিতে প্রথম ব্যাটিং নিউজিল্যান্ডের

Spread the love

বিশ্বকাপ ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ তবে টস হেরে মোটেই অখুশি নন ইংল্যাান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান ৷ ম্যাচ শেষে ট্রফিটা জিততে চান ইংরেজ অধিনায়ক ৷ দুই দলই সেমিফাইনালের দল অপরিবর্তিত রেখেছেন ৷

আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ক্রিকেট বিশ্ব পেতে চলেছে নতুন চ্যাম্পিয়ন। ইংল্যান্ড বা নিউজিল্যান্ড দুটো দলই অভিযান শুরু করেছিলো অনেকটাই পিছিয়ে থেকে। নিজের দেশে খেলা হলেও অতি বড় ব্রিটিশ সমর্থকরাও বোধহয় বিশ্বকাপের শুরুতে ভাবতে পারেনি লর্ডসের মাঠে ফাইনালে নামবে তাঁদের জাতীয় দল। আর কেন উইলিয়ামসনরা যেভাবে কোহলি-রোহিতদের নাস্তানাবুদ করে ফাইনালের টিকিট পেয়েছে, তা রূপকথার মতো।

ইংল্যান্ড বা নিউজ়িল্যান্ড বুঝিয়ে দিয়েছে পেস আক্রমণে কেউ কমতি নয় । ভারত বা অস্ট্রেলিয়ার প্রারম্ভিক ব্যাটিং লাইন-আপে ধস নামিয়ে দুই দলই বুঝিয়ে দিয়েছে সবজ উইকেটে কতটা ভয়ঙ্কর হতে পারে তারা। লর্ডসের মাঠে তেমনভাবে চোখ ধাঁধানো রেকর্ড না থাকলেও আজ ফেভারিট হিসেবেই মাঠে নামছেন রুট-মরগ্যানরা। তার উপর দেশের মাঠে সমর্থকদের সমর্থন তো রয়েইছে। পরিচিত আবহাওয়ায় উইলিয়ামসন-টেলরদের উপর রোলার চালাতে পিছপা হবে না ব্রিটিশ বাহিনী। আবার আগুন-ফর্মে থাকা ট্রেন্ট বোল্ট বা কেন-টেলর জুটিকেও কোনওভাবে উপেক্ষা করার উপায় নেই। হাওয়ার গতিবেগকে কাজে লাগাতে পারলে বোল্ট যে আরও ভয়ঙ্কর হতে পারেন, তা বারবারই দেখেছে বিশ্ব ক্রিকেট। সবুজ উউকেটে ট্রেন্টকে মোকাবিলা করাও নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ।

ম্যাচ শুরুর আগেই দুই অধিনায়ক বুঝিয়ে দিয়েছেন, তাঁরা সতর্কভাবে পা ফেলছেন প্রতি মুহূর্তে । কীভাবে একে অপরের বিরুদ্ধে রণকৌশল তৈরি করছেন দুই অধিনায়ক তার উপরেই অনেকটা নির্ভর করছে ম্যাচের ভাগ্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*