নতুন ৭-৯ আসনের এয়ারক্রাফট ভাড়া নিতে চলেছে রাজ্য সরকার। এর আগে হেলিকপ্টারও ভাড়া নিয়েছিল রাজ্য। কিন্তু তাতে রাত্রিবেলা ল্যান্ডিং এর অসুবিধা ছিল। তাই এই এয়ারক্রাফট ভাড়া নেওয়ার সিদ্ধান্ত রাজ্য পরিবহন দপ্তরের। মুখ্যমন্ত্রী গভর্নর সহ ভিভিআইপি দের পাশাপাশি সাধারণ মানুষও এই পরিষেবা ব্যবহার করতে পারবে। মুলত কোচবিহার, মালদা, বেহালা ও বালুরঘাটের মত ছোট এয়ারপোর্ট এর কথা ভেবেই এই সিদ্ধান্ত। প্রতি মাসে অন্তত ৭৫ ঘন্টা উড়বে এয়ারক্রাফটগুলো। ডিজিসিএ নর্ম মেনেই এয়ারক্রাফট চালাতে হবে। টেন্ডার ডাকা হয়েছে।
সূত্রঃ নবান্ন
Be the first to comment