বিদেশে ভারতীয়দের উপর হামলা হলে তদন্ত করবে NIA, বিল পাশ হলো লোকসভায়

Spread the love

আরও মজবুত হচ্ছে NIA-র হাত। সন্ত্রাস রুখতে আরও কঠোর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক। বিদেশে ভারতীয়দের উপর হামলার NIA-র তদন্ত সংক্রান্ত বিলটি সোমবার পাশ হল লোকসভায়। এর আগে কোনও ব্যক্তি সন্ত্রাসমূলক কার্যকলাপে যুক্ত রয়েছে বলে সন্দেহ হলে তাকে জঙ্গি হিসেবে ঘোষণা করার ক্ষমতা দেওয়া হয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা NIA-কে। এবার দেশের বাইরে ভারতীয়দের উপর হামলার তদন্তে NIA-কে আরও মজবুত করার জন্য এই বিল পাশ হল।

এই বিলে প্রস্তাব করা হয়েছে, এবার থেকে দেশের বাইরে কোনও ভারতীয় নাগরিক বা তাঁর সম্পত্তির উপর আক্রমণ হলেও NIA তদন্ত করতে পারবে। তবে এই বিল নিয়ে তুমুল বিতর্ক হয় লোকসভায় । বিরোধীরা মনে করছে, এই বিলের অপব্যবহার করা হবে । রাষ্ট্রের যদি মনে হয় কেউ সরকারের বিরোধিতা করছে, তাকেও সন্ত্রাসবাদী ঘোষণা করে দেওয়া হবে । বিরোধীদের এই দাবি নস্যাৎ করে অমিত শাহ বলেন, অপরাধীর ধর্মের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই বরং সন্ত্রাসবাদকে মুছে দেওয়াই একমাত্র লক্ষ্য এই বিলের। অমিত শাহের কথায়, হাউজে এই সংক্রান্ত কোনও বিল নিয়ে দ্বিধা থাকলে তা সন্ত্রাসবাদীদেরই মদত দেবে । অন্যদিকে বিরোধীদের দাবি, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এই বদল আনা হচ্ছে । এই উত্তরে শাহ পালটা বলেন, মোদী সরকারের একমাত্র লক্ষ্য সন্ত্রাসবাদকে নিশ্চিহ্ন করা, সেক্ষেত্রে অপরাধীর ধর্মের সঙ্গে এর কোনওরকম সম্পর্ক নেই ।

একই সঙ্গে সাইবার অপরাধের বাড়বাড়ন্ত ও মানব পাচারের ঘটনা রুখতে NIA আইনে নতুন ধারা আনারও সিদ্ধান্ত হয়েছে। এর ফলে দেশে ও দেশের বাইরে NIA-এর ক্ষমতা আরও বৃদ্ধি পাবে, জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*