পার্কস্ট্রিট মেট্রো স্টেশন পর্যবেক্ষণ করলো CRS ও ICF-এর প্রতিনিধি দল

Spread the love

সোমবার পার্কস্ট্রিট মেট্রো স্টেশন পর্যবেক্ষণ করল কমিশন অফ রেলওয়ে সেফটি (CRS) ও ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF)-র একটি প্রতিনিধি দল । পর্যবেক্ষণের পর CRS-এর তরফে জানানো হয়, মেট্রোর রেকগুলির সম্পূর্ণ তদন্ত না করে মেট্রো কর্তৃপক্ষের তরফে কিছু বলা সম্ভব নয় । মেট্রো রেলের প্রধান জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, “CRS একটি উচ্চ পর্যায়ের ইনস্পেকশন কমিটি । এই কমিটির প্রধান কর্তা হলেন শৈলেশ গড় । এই কমিটির তরফে আজ একটি দল গঠন করে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের দুর্ঘটনাস্থল ঘুরে দেখা হয় । তাছাড়া প্রতিনিধি দল স্টেশনের CCTV ও থার্ড রেলও ঘুরে দেখেন । পাশাপাশি যে ট্রেনগুলি সেই সময় পার্কস্ট্রিট স্টেশনে ঢুকছিল সেই ট্রেনগুলির মোটরম্যান ও চালকদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা।

অন্যদিকে, শনিবার যে রেকটিতে দুর্ঘটনাটি ঘটে সেই রেকটি টালিগঞ্জ মেট্রো স্টেশনে থাকায় প্রতিনিধি দল সেটিকেও পর্যবেক্ষণ করেন । রেকটির স্মার্ট গেট সহ ভিতর ঘুরে দেখেন তাঁরা ।” রেকটি পর্যবেক্ষণ করার পর কমিশনার শৈলেশ গড় বলেন, “মেট্রোর রেক ও ঘটনাস্থান পরীক্ষা করে দেখলাম । শনিবার দুর্ঘটনার সময় যে সব মেট্রো কর্মীরা কর্মরত ছিলেন তাঁদের সঙ্গেও কথা বলব । তবে মেট্রোর রেকগুলি নিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত করা হবে । তারপরই মেট্রো কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কিছু বলা সম্ভব ।”

শনিবার কলকাতা মেট্রোর দরজায় হাত আটকে মৃত্যু হয় সজল কাঞ্জিলালের । সন্ধে ছ’টা চল্লিশ নাগাদ ঘটনাটি ঘটে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*