আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সবুজ সাথী প্রকল্পের পর শহরের স্কুল পড়ুয়াদের আবারও কি খুশির খবর দিতে চলেছেন মুখ্যমন্ত্রী???
বেলতলা গার্লস স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতার বেশীর ভাগ রাস্তাতেই সাইকেল চলাচল বারন। তাই, এর বিকল্প কিছু ভাবছি কলকাতার স্কুল পড়ুয়াদের জন্য। আমি দার্জিলিঙের পড়ুয়াদের বর্ষাতি দিয়েছি কারণ পাহাড়ে সাইকেল চালানো খুব কষ্টকর। কাজেই মুখ্যমন্ত্রীর এই বক্তব্য থেকে একথা স্পষ্ট হয়ে যায় যে আবারও নতুন কিছু নিয়ে ভাবতে চলেছেন তিনি।
২০১৫-১৬ সালের রাজ্য বাজেটে সবুজ সাথী প্রকল্প ঘোষিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রায় ১ কোটি পড়ুয়াকে সাইকেল প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
Be the first to comment